Wed. Oct 22nd, 2025
Advertisements
খােলাবাজার২৪,শনিবার,২৮ডিসেম্বর,২০১৯ঃ টানা শীতে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগে স্বাভাবিক সময়ের চেয়ে রোগীর সংখ্যা বেড়েছে ৭০ শতাংশ পর্যন্ত। শীতে গরম কাপড় পরা এবং বেশি করে তরল খাবারের পরামর্শ চিকিৎসকদের।

অসুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালে ছুটে এসেছেন মা। উৎকণ্ঠায় পুরো পরিবার। অভিভাবকরা জানান, কয়েক দিনের টানা ঠান্ডাই অসুস্থতার কারণ।

দুই সপ্তাহ ধরেই ঢাকা শিশু হাসপাতালে এমন দশা। শুধু বহির্বিভাগে স্বাভাবিক সময়ের চেয়ে ৫০ থেকে ৭০ শতাংশ রোগী বেড়েছে। যার প্রায় ৭০ ভাগই ডায়রিয়া, জ্বর, ঠান্ডা, কাশি, শ্বাসকষ্টজনিত সমস্যা।

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ। বিশেষ করে উত্তর বঙ্গের পরিস্থিতি যেন ভয়াবহ। রংপুর, রাজশাহী, গাইবান্ধা, কুড়িগ্রাম, দিনাজপুরের মতো জেলাগুলোতে প্রতিদিনই ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী।

শীতে শিশুদের বাড়তি যত্ন নেয়ার পাশাপাশি গরম কাপড় ও খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকদের।