Tue. Oct 21st, 2025
Advertisements

খােলাবাজার২৪,শনিবার,২২ফেব্রুয়ারি,২০২০ঃ হজ্জযাত্রীদের হজ্জকালীন সময়ে সর্বপ্রকার ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি রাজধানীর একটি হোটেলে হজ্জ এজেন্সী মালিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)- এর সভাপতি এম. শাহাদত হোসাইন তসলিম।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে হাব- এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, মহাসচিব ফারুক আহমদ সরদার, এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)- এর মহাসচিব মোঃ মাজহারুল এইচ. ভুঁইয়া, সোশ্যাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, ঊর্ধ্বতন নির্বাহী ও হাব এর সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হজ্জ এজেন্সীর মালিকগণ হজ্জযাত্রীদের ব্যাংকিং সেবা সহজীকরণের জন্য বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।