Wed. Oct 22nd, 2025
Advertisements

খােলাবাজার২৪, মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ঃ বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে মেম্বর প্রার্থী হয়ে কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত মানুষের দুয়ারে দুয়ারে ছুটে চলছেন মো. জয়নাল খান।
স্থানীয়রা বলছেন সদা হাস্যজ্জ্বল ও পরপকারী জয়নাল খানের স্ত্রী বর্তমান ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। গত ৫ বছরে তার এলাকার সাধারণ দরিদ্র পরিবারের পাশে থেকে এবং সুবিধাভোগীদের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন, তার বিজয়য়ের ব্যাপারে তারা আশাবাদি।
তবে এবারের নির্বাচনে জয়নাল খানের স্ত্রী নির্বাচনে অংশ নেননি।ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে এবারের নির্বাচনে মো. জয়নাল খান সারাধণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এখানে তার স্ত্রীর গত ৫ বছরে সাধারণ মানুষের সাথে যে সখ্যতা গড়ে উঠেছে সেই সুবিধা কাজে লাগিয়ে অনেকটা এগিয়ে যাবে বলে ধারণা করছেন ওয়ার্ডের সাধারণ মানুষ।
নির্বাচনে জয়নাল খানের প্রতীক মোরগ। আগামী ২১ জুন সোমবার তাকে এ প্রতীকে ভোট দিয়ে আলোকিত ও সমাজিক ব্যধি রোধে ৩নং ওয়ার্ডের সকলের প্রতি দোয়া চেয়ে আহবান জানিয়েছেন। পাশাপাশি সকল বন্ধু, শুভানুদ্ধায়ী, ও আত্বিয় স্বজনদের কাছেও দোয়া এবং সমর্থন চেয়েছেন।