Wed. Oct 22nd, 2025
Advertisements


খােলাবাজার২৪,সোমবার,১৬আগস্ট,২০২১ঃ  সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্্ উদ্দীন আহমেদ সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল উদ্দিন, লিগ্যাল এন্ড রিকভারি বিভাগের প্রধান মোঃ আব্দুল্লাহ, আইসিসিডি’র প্রধান মোঃ আব্দুল মান্নান, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সুলতানা রাজিয়া প্রমুখ। দোয়া শেষে ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত মুজিব কর্নারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করা হয়।