Wed. Oct 22nd, 2025
Advertisements

খােলাবাজার২৪,শুক্রবার,২৭আগস্ট,২০২১ঃ রাজধানীর গুলশান অ্যাভিনিউতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় চার অভিনয়শিল্পীসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।গুলশান থানার উপ-পরিদর্শক মো সুজন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত অভিনয়শিল্পীরা হলেন-শরিফুল রাজ, নাজিফা তুষি, খায়রুল বাশার ও জোনায়েদ বোগদাদী। এ ছাড়া ওই গাড়িতে শরিফুল রাজের বন্ধু নাফিজও ছিলেন। আহত শিল্পীরা সম্প্রতি চরকিতে প্রদর্শিত ‘নেটওয়ার্কের বাইরে’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।জোনায়েদ বোগদাদি ও নাফিজকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের দুর্ঘটনাস্থলের কাছাকাছি ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে শিল্পীদের বহন করা ব্যক্তিগত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এসময় গাড়ির সামনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়।