Wed. Apr 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪,শুক্রবার ০১ অক্টোবর ২০২১ঃ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় মোহাম্মদ সেলিম (৩৫) ওরফে লম্বা সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ক্যাম্প নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)’র পুলিশ সুপার নাঈমুল হক এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বেলা ১১টার দিকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)’র সদস্যরা মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিমকে গ্রেপ্তার করে। পরে তাকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে রোহিঙ্গা নেতা মুহিববুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা মুহিবুল্লাহর নিজ অফিসে ৫ রাউন্ড গুলি করে। এসময় ৩ রাউন্ড গুলি তার বুকে লাগে। এতে সে ঘটনাস্থলে পড়ে যায়। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে উখিয়া থানা পুলিশকে মৃতদেহটি হস্তান্তর করা হয়।