খোলাবাজার২৪,বৃহস্পতিবার,৩০ডিসেম্বর,২০২১ঃ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালনা পর্ষদের ৫৪২ তম বোর্ড সভা ৩০ ডিসেম্বর ২০২১ তারিখে পঞ্চগড় জেলা প্রশাসনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। রাকাব, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব জনাব মোঃ রইছউল আলম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বোর্ড সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল মান্নান এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ যথাক্রমে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ আবদুল ওয়াহাব ভূঞা; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ সিরাজুল ইসলাম; মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক জনাব মোঃ তোফাজউদ্দীন আহমেদ; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ তৌহিদুল ইকবাল ; প্রাণী সম্পদ অধিদপ্তর, রংপুর অঞ্চলের পরিচালক ড. মোহাঃ ইসমাইল হক এবং পর্ষদ সচিবালয়ের সচিব জনাব মোহাঃ সানাউল্লাহ। সভায় পর্ষদ সদস্যবৃন্দ ব্যাংকের বিভিন্ন বিষয়ের উপর বিশদ আলোচনান্তে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।