খোলাবাজার২৪, মঙ্গলবার,১১জানুয়ারি,২০২২ঃ পিরোজপুর জেলা প্রতিনিধিঃ পিরোজপুর সদর উপজেলার আলামকাঠী এলাকার বাসিন্দা ইন্দুরকানী উপজেলার ভূমি অফিসের পিয়ন নাসির সেখের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সাংবাদিক সম্মেলন করেছে এলাকার ভুক্তভোগী লোকজন। গতকাল মঙ্গলবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নাসির সেখ ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে মুক্তি পেতে এলাকার ৬টি পরিবারের প্রায় ১৫ জন সদস্য একত্রিত হয়ে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন।
এদিকে, বিদেশে লোক প্রেরণের নামে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় উক্ত নাসির সেখকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রতারণা মামলায় নাসের সেখ হাজির হলে আদালত তার জামিন আবেদন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
পিরোজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কানাডায় চাকুরী দেয়ার কথা বলে নাসির সেখ মুক্তারকাঠী এলাকার শাওনের কাছ থেকে ৬ লাখ টাকা, বাশবাড়িয়া গ্রামের হাসিব সেখের কাছ থেকে ৬ লাখ টাকা, পাশ্ববর্তী এলাকার শাওন সরদারের কাছ থেকে ৪ লাখ টাকাসহ প্রায় ২২ লাখ টাকা হাতিয়ে নেয় নাসির ও তার সহযোগিরা।
এছাড়াও একই এলাকার আলাউদ্দিন সেখ নামের এক ব্যক্তির ৩ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয় নাসির ও তার সন্ত্রাসী বাহিনী। যার বর্তমান মূল্য ১২ লাখ টাকা। এ ঘটনায় আব্দুল মালেক প্রতারণার অভিযোগ এনে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আলাউদ্দিন সেখ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মামলা না করার জন্য হুমকি এবং বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকির দেয়ার অভিযোগ করা হয়। আলামকাঠী এালাকার ডা. সমরজীৎ হালদার নামে এক সংখ্যালঘুর সাথে প্রতারণার মাধ্যমে জমির ভিন্ন দাগ খতিয়ান লিখে দলিল করে নেওয়ারও অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভুগী বুলবুল আক্তার জানান, ইন্দুরকানী ভূমি অফিসে কর্মরত সরকারী চাকুরীজীবী নাসির উদ্দিন সদর উপজেলার আলামকাঠী এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে বিভিন্ন মানুষের জায়গা জমি দখল ও বিভিন্ন মানুষের উপর নির্যাতন করে আসছে। তিনি বিভিন্ন সময়ে তার লোকজন নিয়ে আলাউদ্দিন সেখ ও তার পরিবারের উপরে নির্মমভাবে নির্যাতন করে আসছেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অভিযুক্ত নাসির সেখের আপন চাচা মো. মোশারেফ সেখ, ডা. সমরজীৎ হালদার, ভুক্তভোগী পরিবারের সদস্য আলাউদ্দিন সেখ, আব্দুল মালেক সেখ, মহিউদ্দিন মিয়া শাওন, আলমগীর সেখ, মো. বজলু সেখ, রেশমা বেগম, নাসরিন বেগম প্রমুখ।