Fri. Aug 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, শনিবার, ২৬ই মার্চ, ২০২২ঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ডায়মন্ড ওয়ার্ল্ড দিচ্ছে তিন দিন ব্যাপি ফ্রি এক্সচেঞ্জ অফার। অর্থাৎ ২৬, ২৭ ও ২৮ মার্চ/২০২২ ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে ক্রয়কৃত সকল ডায়মন্ড জুয়েলারী পরিবর্তন করে নেয়া যাবে নতুন গহনা কোন রকম কর্তন ব্যতীত। অর্থাৎ একজন ক্রেতাকে পুরাতন গহনায় কোন প্রকার অবচয় দিতে হচ্ছে না। সে ক্ষেত্রে তিনি তার ব্যবহৃতপুরাতন গহনা পাল্টে নিতে পারবেন নতুন গহনা। আর এই সুবিধা গ্রহণ করা যাবে সারা দেশে ডায়মন্ড ওয়ার্ল্ড এর যে কোন শোরুম থেকে ২৬, ২৭ ও ২৮ মার্চ পর্যন্ত। একই সাথে অনলাইন পারচেজে সকল ডায়মন্ড জুয়েলারীতে ২৭% ছাড়, ফ্রি হোম ডেলিভারি সহ শর্ত সাপেক্ষ ইএমআই সুবিধা।

এ ছাড়াও শুধুমাত্র ২৬ তারিখে ২৬০০ টাকায় অনলাইনে স্টক থাকা সাপেক্ষে ক্রয় করা যাবে আকর্ষনীয় নোসপিন বিস্তারিত জানতে কল করতে হবে (+৮৮) ০১৭১৩১৯৯২৭০ নম্বরে অথবা ভিজিট করতে হবে https://www.diamondworldltd.com  লিংক।

অন্যরকম