Sun. Oct 19th, 2025
Advertisements

খোলাবাজার২৪, রবিবার, ১৫মে, ২০২২ঃ রূপায়ণ সিটি উওরার রেসিডেন্সিয়াল এরিয়ার সড়ক এর শুভ উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অবঃ) পিজে উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম মাহবুবুর রহমান সহ প্রতিষ্ঠানটির  বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম মাহবুবুর রহমান বলেন, এই সড়কটি উদ্বোধনের মাধ্যমে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হলো । রূপায়ণ সিটি উত্তরার নাগরিকদের জন্য পরিকল্পিত ও পরিবেশবান্ধব আবাসন নিশ্চিত করার যে অঙ্গীকার আমরা করেছিলাম সেটার  পুরোপুরি বাস্তবায়ন আজ করা হয়েছে ।

রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অবঃ) পিজে উল্লাহ বলেন, রূপায়ণ সিটি উত্তরায় বসবাসরতদের প্রবেশ এবং বাহির হওয়ার জন্য আলাদা সড়কের ব্যবস্থা  করার মাধ্যমে তাদেরকে দেয়া সকল  প্রতিশ্রুতি বরাবরের ন্যায়  বাস্তবায়ন করেছে রূপায়ণ।