Wed. Oct 15th, 2025
Advertisements

খোলাবাজার২৪, রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২২: শাহ্জালাল ইসলামী ব্যাংকের ট্রেনিং একাডেমীতে ব্যাংকের কর্মকর্তাদের জন্য “লিডারশীপ ডেভেলপমেন্ট ফর মিড-লেভেল ম্যানেজমেন্ট টীম”এর উপর দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহউদ্দীন আহমেদ উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

প্রশিক্ষণ কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয় থেকে সর্বমোট ৪০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মিঞা কামরুল হাসান চৌধুরী এবং বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জনাব মোঃ শফিকুর রহমান উপস্থিত ছিলেন। লিডারশীপ এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন উক্ত প্রশিক্ষণ কর্মশালার প্রধান আলোচক জনাব আব্দুল আলীম মুন্সী, এফসিএমএ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামীব্যাংক ট্রেনিং একাডেমীর প্রিন্সিপাল জনাব মোঃসাইদুর রহমান উপস্থিত ছিলেন।