Wed. Oct 22nd, 2025
Advertisements
খোলাবাজার২৪, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ইং: হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ- ফেনীতে ভারতীয় শাড়ি, থ্রি পিস ও লেহেঙ্গাসহ একটি ঔষধ  সরবরাহকারী পিকআপ ভ্যান জব্দ করেছে র‍্যাব ও বিজিবি।
১৭ জানুয়ারী মঙ্গলবার সকালে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মোঃ বদরুদ্দোজার উপস্থিতিতে বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে ফেনী শহরের জি এ একাডেমি স্কুল সড়কের পাশে ট্রাক্সফোর্স অভিযান পরিচালনা করেন।
অভিযানে চালক বিহীন জরুরী ঔষধ সরবরাহের ১টি পিকআপ ভ্যান আটক করা হয়। পরে আটককৃত পিকআপ ভ্যান থেকে ভারতীয় ৩১৯ শাড়ী পিস, ৪৪২ থ্রী-পিস, ১৮ পিস লেহেঙ্গা জব্দ করা হয়। যার সর্বমোট সিজার মূল্য প্রায় ৩৭ লক্ষ টাকা।