Sat. Apr 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


১৬ মার্চ, খোলা বাজার অনলাইন ডেস্কঃ ঢাকা ওয়াসার বিল সংগ্রহকারী ৩৪টি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ বিল সংগ্রহকরে ২০২১-২২ অর্থ বছরে ১ম স্থান অর্জন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।ঢাকা ওয়াসার বিল সংগ্রহে এটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরপর ৪র্থবারের মতো ১ম স্থান অর্জন। এ উপলক্ষে১৬ মার্চ ২০২৩তারিখে প্যানপ্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় আয়োজিত ঢাকা ওয়াসা বিল কালেকশন এ্যাওয়ার্ড শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃতাজুল ইসলাম, এম.পি.

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃআলীর নিকট পুরস্কারের সনদ ও ক্রেস্ট হস্তান্তর করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ জনাব মোহাম্মাদ মুসলিম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব মুহাম্মাদ ইব্রাহিম, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খান। উল্লেখ্য যে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যেকোনশাখা-উপশাখায়ও মোবাইল এ্যাপস‘ এফএসআইবিএল ক্লাউড’- এরমাধ্যমে তাৎক্ষণিকভাবে ঢাকা ওয়াসার বিল জমা দেয়া যায়।