Tue. Oct 14th, 2025
Advertisements

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় উভয় পক্ষ থেকে কোটালীপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে থানা সূত্রে জানাগেছে।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কুরপালা গ্রামে এ ঘটনা ঘটে।

জানাগেছে, ঘটনার দিন বিকেলে কুরপালা গ্রামের হারুন হাওলাদারের ছেলে অলিদ হাওলাদার তার নিজ জায়গা থেকে একটি গাছ কাটে। গাছের একটি অংশ সড়কে গিয়ে পড়ে। এ সময় একই গ্রামের কালাম শেখের ছেলে তরিকুল শেখ ওই পথ দিয়ে ইজি বাইক চালিয়ে যাচ্ছিল। রাস্তায় কাটা গাছের অংশ পড়ার কারণে অলিদ হাওলাদারের সাথে তরিকুল শেখের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তরিকুল শেখ অলিদ হাওলাদারকে মারধর করে। মারধরের ঘটনা নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।