
তার নির্দেশনায় সারা দেশের ন্যায় সোমবার(২২ মে) বিকাল ৪টায় ফেনী জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রায় ১কিঃমিঃ দুরত্বের মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকল নেতাকর্মীরা উপস্থিত হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ করেন।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন-
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি নিজাম উদ্দিন হাজারী। সদর আওয়ামী লীগের সভাপতি করিমুল্লাহ বি কম, সাধারণ সম্পাদক বাবু শুসেন চন্দ্র শীল। এই ছাড়াও উপস্থিত ছিলেন, যুবলী, ছাত্রলী, যুব মহিলা লীগ, সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।