৩০মে খোলা বাজার অনলাইন ডেস্ক : সমগ্র বাংলাদেশ জুড়ে সব ক’টি জেল খানায় কয়েক লক্ষ মানুষ জেল খাটছে দিনের পর দিন। এদের মধ্যে প্রকৃত অপরাধীর সংখ্যা খুবই নাম মাত্র। বেশিরভাগই মিথ্যা, ষড়যন্ত্রমূলক এবং রাজনৈতিক বিরোধিতার কারনে দায়ের করা মামলায় আটক হয়ে নির্মম কারাবন্দী আছেন। যাদের প্রতিটি পরিবারের গল্প শুনলে শিউরে উঠতে হয় দু:খে, বেদনায়! নি:স্ব-রিক্ত হয়ে কতজীবন ধ্বংস হয়ে গেছে এবং যাচ্ছে তার হিসেব এদেশের রাষ্ট্র কিংবা সরকার রাখেনা।
এভাবে বিনা বিচারের এবং ব্রিটিশদের রেখে যাওয়া নিপীড়নমূলক নির্মম বিচার পদ্ধতি ও দীর্ঘ সূত্রিতা সমাজকে আরও অনিরাপদ ও অপরাধ প্রবণ করে তুলেছে। বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থার আমূল সংস্কার ও সংযোজন অত্যাবশ্যক। দেশের মানুষের সর্বময় ন্যূনতম অধিকার আজ ভূলুণ্ঠিত। ন্যায়হীন রাষ্ট্র ব্যবস্থায় জুলুমের অভিশাপ সর্বত্র। জালিমদের জায়গা জাহান্নামেই হোক।
নিরীহ-নিরাপরাধ ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার সকল বন্দীদের অবিলম্বে মুক্তি দিতে বাংলাদেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপতির নিকট দাবী ও অনুরোধ জানাচ্ছি।
– সরদার শামস আল-মামুন (চাষী মামুন)