Tue. Oct 14th, 2025
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে বুধবার (৩০.০৮.২৩) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নামাজ ঘরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জনতা ব্যাংক সিবিএ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ হাবিবুর রহমান সিরাজ প্রধান অতিথি এবং ব্যাংকের এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জনতা ব্যাংক সিবিএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সিবিএ সাধারন সম্পাদক মোঃ আনিছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারন সম্পাদক ও জনতা ব্যাংক সিবিএ উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, ব্যাংকের ডিএমডিবৃন্দ, নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।
পরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহিদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। ব্যাংকের সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী, অফিসার ও সিবিএ নেতৃবৃন্দ এবং অন্যান্য ব্যাংকের সিবিএ নেতৃবৃন্দ আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন।