খোলাবাজার অনলাইন ডেস্ক : নিবন্ধিত দলগুলোর সঙ্গে ১৩ নভেম্বর থেকে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। কখন, কোন দলের সঙ্গে হবে তা পরে জানানো হবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হবে। এ নিয়ে আমরা পরিকল্পনা করছি। কারা আসবে, কাদের আগে ডাকা হবে সেগুলো ঠিক করতে হবে। এ মাসের মধ্যে দলগুলোর সঙ্গে দলের সঙ্গে মতবিনিময় কার্যক্রমটা শেষ করতে চাই, যাতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায়।
জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হবে কিনা জানতে চাইলে ইসি বলেন, কাদেরকে কাদেরকে ডাকবো এখনও ঠিক করিনি। আলোচনা করে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেবো। কাদেরকে ডাকা হবে আপনারা ধাপে ধাপে জানতে পারবেন।
জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে দাবিদার দু’পক্ষের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত বা নিষ্পত্তি হয়েছে কিনা জানতে চাইলে সচিব বলেন, এখনও সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে তো অবশ্যই জানতেন, হলে জানানো হবে।