
নীলফামারী প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-২ আসনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মনোনয়ন ফরম ক্রয় করেছেন তরুণ নেতা ও সমাজসেবক আখতারুজ্জামান খান। মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন “মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে এনসিপির মনোনয়ন ক্রয় করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ।”
তিনি আরও বলেন, “নীলফামারীর যুব সমাজকে সঙ্গে নিয়ে আগামীর নীলফামারীকে পরিবর্তন করার লক্ষ্যে আজ একধাপ এগিয়ে গেলাম। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”
দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার মাধ্যমে আখতারুজ্জামান খান স্থানীয় পর্যায়ে একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন। তরুণ নেতৃত্ব হিসেবে তার এগিয়ে আসা এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এনসিপির মনোনয়ন ফরম ক্রয়ের মাধ্যমে নির্বাচনী প্রচেষ্টার আনুষ্ঠানিক সূচনা হলো বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা আশা করছেন, দলের আদর্শ, শাপলা কলি প্রতীক ও জনগণের প্রত্যাশাকে সামনে রেখে আখতারুজ্জামান খান নীলফামারী-২ আসনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবেন।


