Tue. Nov 11th, 2025
Advertisements

সৈয়দ স্বাধীন, বরিশাল প্রতিনিধিঃ  আসন্ন এত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল ২ উজিরপুর বানারীপাড়া গণ অধিকার পরিষদ বরিশাল ২ উজিরপুর বানারীপাড়া সংসদীয় আসনে বানারীপাড়ার কৃতি সন্তান বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো:সবুজ সেরনিয়াবাত তার নির্বাচনি আসনে আজ থেকে বিভিন্ন দলের ন্যায় লিফলেট বিতরণের মাধ্যমে প্রচার প্রচারণা সুরু করেছেন এই নেতা আগামী এত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের নমিনেশন প্রত্যাশী ও সম্ভাব্য প্রার্থী মোঃ সবুজ সেরনিয়াবাদ দপ্তর সম্পাদক কেন্দ্রীয় সংসদ ইতিমধ্যে তাকে নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে ১৮ কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী সকল আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসা এবং ২৪ এর গণঅভ্যুত্থানের সামনে সারির নেতৃত্ব রাজপথের স্লোগান মাস্টার তিনি প্রথমবারের মতো নির্বাচনে লড়বেন মোঃ সবুজ সেরনিয়াবাদ তিনি নবীন প্রার্থী হিসাবে সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছেন।
অপর দিকে বরিশাল ২ উজিরপুর বানারীপাড়া আসনে বিভিন্ন দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন যারা,
আগামী এত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জল্পনা কল্পনার শেষ নেই আগামী এত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ২ আসন উজিরপুর, বানারীপাড়া জাতীয় সংসদীয় আসন ১২০।
যে সকল দলগুলোর মধ্যে নমিনেশন প্রত্যাশী ও নির্বাচন প্রার্থিতা করবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্য থেকে আগামী এত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী শরফুউদ্দিন সান্টু পূর্বেও জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচন করেছেন বিএনপির এই প্রবীন নেতা শরফুউদ্দিন সান্টু জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী হয়ে লড়বেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বরিশাল জেলা কমিটির যুগ্ন আহবায়ক ও উজিরপুর উপজেলা কমিটির আহবায়ক,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান এত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ২ আসন উজিরপুর,বানারীপাড়া সংসদীয় আসনে বাংলাদেশের বৃহৎ ইসলামী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামায়েত ইসলামীর হয়ে লরবেন আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান জামায়েত ইসলামীর এই নেতা,অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইয়ের সম্ভাব্য মনোনিত প্রার্থী মাওলানা মোঃ নেসার উদ্দিন,বরিশাল- ০২ আসন উজিরপুর,বানারীপাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতা ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সভাপতি, মাওলানা মোঃ নেসার উদ্দিন এত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী হয়ে লরবেন।
আগামী জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিস্থিতি তৈরি হলে ১৬ বছর পরে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করে আনবে এবং বরিশাল ২ আসন উজিরপুর ও বানারীপাড়া বাসীর চাওয়া বলে মন্তব্য করেন যুব অধিকার পরিষদ এর কেন্দ্রীয় এই নেতা , এবং ইতিমধ্যেই বিভিন্ন দলের বরিশাল ২ উজিরপুর,বানারীপাড়ার প্রার্থীরা এত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যানার ফেস্টুন ও সভা সমাবেশের মাধ্যমে সাংগঠনিক প্রচার প্রচারণা চালাচ্ছে।