
মোঃ ফরিদুল ইসলাম দুবাই প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ে বলিউড কিং শাহরুখ খানের নামে নির্মিত হচ্ছে আকাশচুম্বী ভবন ‘শাহরুখজ’। দুবাইয়ের স্বনামধন্য ডেভেলপার কোম্পানি ডানুব (Danube) শেখ জায়েদ রোডে তৈরি করছে এ ভবনটি। ভবনটি হবে ৫৫তলা বিশিষ্ট এবং এটি হবে বাণিজ্যিক ভবন এখানে থাকবে শুধু বিভিন্ন কোম্পানির অফিস। এ ভবনটিতে থাকবে হেলিপ্যাড ও এয়ার ট্যাক্সি স্টেশন। ভবনের প্রবেশদ্বারে থাকবে শাহরুখ খানের স্বাক্ষরযুক্ত ভাস্কর্য। এ ভবনটির উদ্ভোদনী অনুষ্ঠান হয় গত ১৪ নভেম্বর মুম্বাইয়ে। অনুষ্ঠানে ডানুব চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর, চলচিত্র নির্মাতা ফারাহ খান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ডেভেলপার কোম্পানি আশা করছে এটি শুধু একটি বাণিজ্যিক ভবনই হবে না এটি একটি পর্যটন গন্তব্যও হয়ে উঠবে। দুবাইয়ের সাথে শাহরুখ খানের সম্পর্ক অত্যন্ত গভীর। ২০১৯ সালে কিং খানের জন্মদিনে বুর্জ খলিফা ভবনে লাইটের সাহায্যে লেখা হয়েছিল হ্যাপি বার্থ ডে শাহরুখ খান। এরই ধারাবাহিকতায় এখন নির্মিত হচ্ছে তার নামে আকাশচুম্বী ভবন।


