Wed. Nov 19th, 2025
Advertisements


সুনান বিন মাহাবুব,পটুয়াখালী প্রতিনিধি: বিএনপি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অবশ্যই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। দেশের গুরুত্বপূর্ণ বন্দরসমূহ বিদেশি অপারেটরদের হাতে তুলে দিলে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।
রবিবার(১৬ নভেম্বর) সকাল ১১টায় পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের বিঘাই হাট স্কুলসংলগ্ন মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার আলোচনা চলছে। দেশের নদী বন্দর ও সমুদ্র বন্দর একে একে বিদেশিদের হাতে গেলে নিরাপত্তার প্রশ্ন উঠবে। ড. ইউনুস সাহেবকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। শেখ হাসিনা যা করেছিলেন, তা পুনরাবৃত্তি করা যাবে না।”
ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তির সমালোচনা করে তিনি বলেন, “ঐ চুক্তি দেশের স্বার্থে নয়, ব্যক্তিগত স্বার্থে করা হয়েছিল। পৃথিবীর কোথাও এমন চুক্তির নজির নেই।”
তিনি আরও বলেন, দেশের চলমান সংকট, ডেঙ্গুর বিস্তার এবং জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সরকারের আরও দৃঢ় ও দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।
এসময় রিজভী পটুয়াখালীর বড়বিঘাই ইউনিয়নের বৃদ্ধ “গনি মিয়ার পরিবার সাত দিন ধরে না খেয়ে থাকার” খবরে তারেক রহমানের নির্দেশে বিএনপির পক্ষ থেকে তৎক্ষণাৎ সহযোগিতা করার ঘটনাও তুলে ধরেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব মোকছুদুল মোমেন মিঠুন, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটনসহ জেলা ও স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।