ঢাকা: রাজধানীর মালিবাগ মৌচাক টাওয়ারের এক অফিসকক্ষ থেকে দুই কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলেন নাসিরুল (১৮) ও সোহাগ (১৫) । শুক্রবার দুপুর ১২টার দিকে ৮৩/বি মৌচাক টাওয়ারের ৬ তলায় এইচএম টেকনোলজি নামে একটি অফিসে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সোহাগের মামা রিপন জানিয়েছেন, তিনি একই অফিসে কাজ করেন। শুক্রবার দুপুরে অফিসে এসে দু’জনের মৃত্যুর খবর তিনি জানতে পারেন।
রমনা থানার সহকারি পরিদর্শক (এসআই) শামছুদ্দিন সাংবাদিকদের জানান, লাশগুলো দেখে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তারা মারা গেছেন বলে প্রার্থমিকভাবে ধারনা করা হচ্ছে। মৃত্যুর কারণ জানতে লাশগুলো উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।