বিনােদন ডেস্ক: অভিনয়ের পাশাপাশি গানও তিনি গাইতে জানেন। বেশ কয়েকটি গানের আনপ্লাগড ভার্সনে শ্রদ্ধা কাপুর বুঝিয়েছেন, সংগীত প্রতিভা মন্দ নয় তাঁর। পরবর্তী ছবি ‘রক অন-২’-এর জন্য কেবল প্রতিভা নয়, সঙ্গে চর্চারও দরকার বলে ধারণা তাঁর। এনডিটিভির খবরে জানা গেল, ছবির জন্য রীতিমতো প্রশিক্ষণ নিচ্ছেন হালসময়ে বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।
শ্রদ্ধার গান-বাজনার শুরু হয়েছিল ‘এক ভিলেন’ ছবির হিট গান ‘গ্যালিয়া’র আনপ্লাগড ভার্সনের মাধ্যমে। এর পর বিশাল ভরদ্বাজের ‘হায়দার’ ছবিতেও কণ্ঠ দিয়েছিলেন তিনি। কিছুদিন আগে মুক্তি পাওয়া তাঁর সুপারহিট ছবি ‘এবিসিডি-২’-এর ‘বেজুবাঁ ফির সে’ গানটিরও একটি আনপ্লাগড ভার্সন রেকর্ড করে ফেলেছেন এরই মধ্যে।
“গান গাইতে আমার ভালো লাগে। তবে ‘রক অন-২’-এর আগে আমি কখনো গানের জন্য কোনো প্রশিক্ষণ নিইনি। এই ছবির জন্য রক ঘরানায় গানের তালিম নেব আমি।” পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন শ্রদ্ধা।
এই ছবিতে ফারহান আখতারের সঙ্গে কাজ করতে যাচ্ছেন শ্রদ্ধা। ফারহান আখতারের কাজের দারুণ ভক্ত তিনি, এ জন্য উত্তেজনার শেষ নেই তাঁর!
‘ভাবতেই দারুণ লাগছে যে ফারহানের সঙ্গে কাজ করতে যাচ্ছি! ওর ছবি আমার খুব ভালো লাগে, ওর অভিনয় আর কণ্ঠও দারুণ। আমাদের ইন্ডাস্ট্রিতে এ সময়ের সবচেয়ে মেধাবী, সাহসী আর অনুপ্রেরণা দেওয়ার মতো মানুষ একজন—ফারহান।’ এভাবেই বলেছেন শ্রদ্ধা।
ছবির রেকি টিমের সঙ্গেও ঘোরাঘুরি করেছেন শ্রদ্ধা। ফারহানের সঙ্গে গানের প্র্যাকটিসও হয়েছে। ‘ফারহান আর আমি কয়েক দিন আগে একটি গানের প্র্যাকটিস করেছি। গানটা সুন্দর। নিজের কাজ নিয়ে ফারহান খুবই মনোযোগী, একই সঙ্গে বেশ মজার মানুষও বটে সে,’ যোগ করেন শ্রদ্ধা।
২০০৮ সালের ব্যবসাসফল ছবি ‘রক অন’-এর সিক্যুয়াল ‘রক অন-২’। বহুল প্রতীক্ষিত বলা চলে এ ছবিটিকে। শ্রদ্ধা কাপুর ও ফারহান আখতার ছাড়াও প্রথম ছবির অর্জুন রামপাল, প্রাচি দেশাই এবং শাহানা গোস্বামীকে দেখা যাবে তাঁদের আগের চরিত্রে। এ বছরের সেপ্টেম্বরে শিলংয়ে শুরু হবে এ ছবির শুটিং। আগামী বছরে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।