Tue. Oct 14th, 2025
Advertisements

জামায়াতএম এ মানিক: আগামী ৬ জুলাই সোমবার দেশের সকল মহানগরীতে এবং ৭ জুলাই মঙ্গলবার দেশের সকল জেলা-উপজেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। রবিবার দুপুরে জামায়াতের প্রচার বিভাগের দায়িত্বরত এম আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

কারাবন্দী দলের সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে ঈদুল ফিতরের আগেই তাদের মুক্তির দাবিতে দুদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

বিবৃতিতে বরাবরের মতো সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করে এ দেশের দেশপ্রেমিক ইসলামি শক্তিকে নিশ্চিহ্ন করতে চায়। জনগণ সরকারের এ ষড়যন্ত্র কখনও বাস্তবায়ন করতে দেবে না। ঈদের আগেই জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে তাদের মুক্তির দাবি করেন ডা. শফিক।