তথ্য প্রযুক্তি ডেস্ক : মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি নিয়ে এলো আকর্ষণীয় সব ফিচার সমৃদ্ধ নতুন মডেলের স্মার্টফোন ‘পি সিক্স’ (Symphony P6)।
পি সিক্স স্মার্টফোনটি রিমোর্ট কন্ট্রোলার হিসেবেও কাজ করে এবং এর সাহায্যে টিভি, এসি, ডিভিডি প্লেয়ার ও প্রজেক্টর ইত্যাদি যন্ত্র পরিচালনা করা যায়। এ রকম বেশকিছু আকর্ষণীয় ফিচার ছাড়াও স্মার্টফোনের প্রায় সকল সর্বাধুনিক ফিচার রয়েছে ৫.৩ ইঞ্চি এইচডি এইপিএস ডিসপ্লের এ ফোনে।
অটোফোকাস ও ট্রাই-এলইডি ফ্ল্যাশলাইটসহ ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা আছে পি-সিক্স ফোনটিতে। সেলফিপ্রেমীদের জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সঙ্গেও ফ্ল্যাশলাইট সুবিধা রাখা হয়েছে। জিরো শাটার ডিলে, গ্রেডিয়েন্টার, নয়েজ রিডাকশন, সেলফ টাইমার ইত্যাদি অপশনের পাশাপাশি পি সিক্সের ক্যামেরাতে ফেস বিউটি মোড, প্যানারমা মোড, মাল্টি অ্যাঙ্গেল ভিউ মোড রয়েছে। ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর থাকার কারণে ফোনটিতে ফুল এইচডি ভিডিও এবং এ্যাপস চলবে নির্বিঘ্নে। সঙ্গে ১ জিবি র্যাম থাকায় অনেকগুলো এ্যাপস চালানো যাবে একসঙ্গে। অ্যান্ড্রয়েডের সর্বাধুনিক ললিপপ ভার্সন ব্যবহার করা হয়েছে এ ফোনে।
ওভার দ্য এয়ার বা ওটিএ সুবিধা থাকায় ওয়াই-ফাই বা মোবাইল ডাটা কানেকশনের মাধ্যমে খুব সহজেই এ ফোনের ফার্মওয়্যার আপডেট করা যাবে। দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপের জন্য ২৫০০ এম এ এইচ লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে এ ফোনে। মাল্টি জেসচার, কুইক লক স্ক্রিন, হ্যান্ডসেট শেক করার মাধ্যমে স্ক্রিন শট নেওয়ার সুবিধাসহ আরও অনেক অপশন রয়েছে ফোনটিতে যা প্রজুক্তিপ্রিয় ক্রেতাদের কাছে খুবই সমাদৃত হবে বলে মনে করেন সিম্ফনির হেড আব মার্কেটিং আশরাফুল হক।
শুধু সর্বাধুনিক ফিচারই নয়, দেখতেও বেশ আকর্ষণীয় ৮.২৫ মিলিমিটার স্লিম এ ফোন। পি সিক্স হ্যান্ডসেটটিকে আরও আকর্ষণীয় করতে এতে ফুল লেমিনেশন গ্লাস ও ব্যাকপার্টের ব্রাশড ব্যাকগ্রাউন্ড রয়েছে। গোল্ড, গ্রে ও হোয়াইট— এ তিনটি আকর্ষণীয় কালারে হ্যান্ডসেটটি পাওয়া যাচ্ছে মাত্র নয় হাজার ৯৯০ টাকায়।