বিনােদন ডেস্ক: আর মাত্র কয়েকদিন পরই বাঙলার মানুষের চরম খুশির সেই দিন মহান বিজয় দিবস।এই উপলক্ষে দেশ সেজে উঠছে দারুন সাঁজে। মহান বিজয় দিবস কে কেন্দ্র করে টিভি চ্যানেলগুলো নিচ্ছে বিশেষ প্রস্তুতি। তারই সূত্র মতে এটিএন বাংলার জন্য নির্মিত হচ্ছে ‘এক সূর্য ভালোবাসা’। আর মহান বিজয় দিবস উপলক্ষে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করলেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী-নির্মাতা শমী কায়সার।
এটি বিজয় দিবসের বিশেষ সংগীতানুষ্ঠান। রুকসানা কবীর কাকলীর পরিকল্পনা ও গ্রন্থনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু। এতে সংগীত পরিবেশন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, রফিকুল আলম, তপন চৌধুরী, আবিদা সুলতানা, কনকচাঁপা এবং ফাহমিদা
নবী।সৈয়দ আব্দুল হাদী গেয়েছেন ‘স্বাধীনতার গান জনতার গান গাই আমরা’ শিরোনামের গান। আবিদা সুলতানা গেয়েছেন ‘৭১ এর ১৬ই ডিসেম্বরে স্বদেশ মাকে মুক্ত করেছি’, ফাহমিদা নবী গেয়েছেন ‘হৃদয়ে মাগো তুমি গভীর অনুরাগে’, রফিকুল আলম গেয়েছেন ‘কেউ বুঝে বুঝতে চায়না জাতির বেদনা’ এবং কনকচাঁপা গেয়েছেন ‘এক সূর্য ভালোবাসা’ শিরোনামের গান।
জাতীয় স্মৃতি সৌধ এবং ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রায়ন করা হয়েছে অনুষ্ঠানের গানগুলো। ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন দেশের পতাকা। বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছিল আমাদের প্রিয়
মাতৃভূমি বাংলাদেশ। বাঙ্গালী জাতির জন্য গৌরবের মাস ডিসেম্বর। মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বর। এ বিষয়টি সামসে রেখেই এটিএন বাংলার মহান বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘এক সূর্য ভালোবাসা’। অনুষ্ঠানটি প্রচার হবে ১৬ই ডিসেম্বর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।