প্রশ্নঃ কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ নবাব সলিমুল্লাহ।
প্রশ্নঃ বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় –
উত্তরঃ ১৯৫৭ সালে।
প্রশ্নঃ বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন –
উত্তরঃ কর্নওয়ালিস।
প্রশ্নঃ সতীদাহ প্রথা কবে রহিত হয়?
উত্তরঃ ১৮২৯ সালে।
প্রশ্নঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য ছিলেন –
উত্তরঃ ড. ওসমান গনি।
প্রশ্নঃ বাংলাদেশের সীমানা থেকে ফারাক্কা বাঁধের দূরত্ব –
উত্তরঃ ১৬.৫ কিলোমিটার।
প্রশ্নঃ আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা –
উত্তরঃ রাঙামাটি
প্রশ্নঃ ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত হয় বাংলা কত সালে?
উত্তরঃ ১১৭৬ সালে।
প্রশ্নঃ তিতুমীর নারিকেলবাড়িয়ায় কেল্লা তৈরি করেন –
উত্তরঃ ১৮৩১ সালে।
প্রশ্নঃ রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন –
উত্তরঃ হুগলীতে।
প্রশ্নঃ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রাজশাহী যে সেক্টরের অন্তর্ভুক্ত ছিল –
উত্তরঃ ৭ নং সেক্টর।
প্রশ্নঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ কোথায় ঐতিহাসিক ভাষণ দেন?
উত্তরঃ রেসকোর্স ময়দানে।
প্রশ্নঃ বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফের পদবি কী ছিল?
উত্তরঃ ল্যান্স নায়েক।
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম নারী স্পিকারের নাম –
উত্তরঃ ড. শিরীন শারমিন চৌধুরী।
প্রশ্নঃ এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা –
উত্তরঃ স্যার উইলিয়াম জোন্স।
প্রশ্নঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য –
উত্তরঃ ভাষার অধিকার প্রতিষ্ঠা।
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের রিপোর্টের নাম –
উত্তরঃ কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশন রিপোর্ট।
প্রশ্নঃ যে শক্তি দ্বারা মহেশখালী বিদ্যুৎ প্রকল্প চালিত হবে –
উত্তরঃ কয়লা।
প্রশ্নঃ বিশ্বব্যাংকের অর্থায়নে এনজিও ব্যবস্থাপনায় পরিচালিত শিশুদের জন্য বিদ্যালয়ের নাম –
উত্তরঃ আনন্দ স্কুল।
প্রশ্নঃ বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা মূলত –
উত্তরঃ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা।
প্রশ্নঃ মোট উৎপাদন যখন সর্বোচ্চ প্রান্তিক উৎপাদন তখন –
উত্তরঃ শূন্য।
প্রশ্নঃ যে দ্রব্যের চাহিদা রেখা ঊর্ধ্বগামী তাকে বলে –
উত্তরঃ গিফেন দ্রব্য।
প্রশ্নঃ বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় –
উত্তরঃ ১৯৯১ সালে।
প্রশ্নঃ হেমন্তকাল বলতে বোঝায় –
উত্তরঃ কার্তিক ও অগ্রহায়ণ মাস।
প্রশ্নঃ ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে –
উত্তরঃ কৈলাস।
প্রশ্নঃ বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ বুড়িগঙ্গা।
প্রশ্নঃ বাংলাদেশে ঢোকার পর গঙ্গানদী ব্রহ্মপুত্র-যমুনার সঙ্গে কোথায় মিলিত হয়েছে –
উত্তরঃ গোয়ালন্দে।
প্রশ্নঃ পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত কোন শহর –
উত্তরঃ ময়মনসিংহ।
প্রশ্নঃ মেঘনা নদী পতিত হয়েছে –
উত্তরঃ বঙ্গোপসাগরে।
প্রশ্নঃ আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী –
উত্তরঃ সাঙ্গু।
প্রশ্নঃ বরাক নদী সুরমা ও কুশিয়ারা নামে বিভক্ত হয়েছে –
উত্তরঃ সিলেট সীমান্তে।
প্রশ্নঃ বিশ্বব্যাংকের অর্থায়নে এনজিও ব্যবস্থাপনায় পরিচালিত শিশুদের জন্য বিদ্যালয়ের নাম –
উত্তরঃ আনন্দ স্কুল।
প্রশ্নঃ বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা মূলত –
উত্তরঃ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা।
প্রশ্নঃ মোট উৎপাদন যখন সর্বোচ্চ প্রান্তিক উৎপাদন তখন –
উত্তরঃ শূন্য।
প্রশ্নঃ যে দ্রব্যের চাহিদা রেখা ঊর্ধ্বগামী তাকে বলে –
উত্তরঃ গিফেন দ্রব্য।
প্রশ্নঃ বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় –
উত্তরঃ ১৯৯১ সালে।
প্রশ্নঃ হেমন্তকাল বলতে বোঝায় –
উত্তরঃ কার্তিক ও অগ্রহায়ণ মাস।
প্রশ্নঃ সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত –
উত্তরঃ মহাস্থানগড়ে।
প্রশ্নঃ ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
উত্তরঃ কৈলাস।
প্রশ্নঃ বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ বুড়িগঙ্গা।
প্রশ্নঃ পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা –
উত্তরঃ ধর্মপাল।
প্রশ্নঃ প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বর্তমানে অবস্থিত –
উত্তরঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায়।