Mon. Oct 13th, 2025
Advertisements

ershad1ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘রাজনৈতিক কারণে আজ গণতন্ত্রহীন সমাজ, আইনহীন সমাজ। এ সমাজে মানুষ বাঁচতে পারে না। হত্যাকারীদের বিচার করুন, ফাঁসি দিন। আর নারী ও শিশু হত্যা বন্ধ করুন।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু হত্যার প্রতিবাদে জাপার আয়োজনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘প্রতিদিন রাজন-রবিউল-রাজা হত্যা হচ্ছে। হত্যাকারীদের বিচার হয় না। দেশে আইনের শাসনে নেই। তাই তারা খুন করতে ভয় পায় না।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘কেন এই হত্যা? কেন আইনের শাসন নাই?’

গণতন্ত্র মানে বাঁচার অধিকার। কিন্তু আজ মাতৃগর্ভের শিশুরও বাঁচার অধিকার নেই মন্তব্য করে এরশাদ বলেন, ‘দেশে সুশাসনের অভাব। মূল্যবোধের অভাব। সুশাসন প্রতিষ্ঠা করতে না পারলে এভাবে নারী–শিশু হত্যা চলতেই থাকবে। কিন্তু আমরা জনগণ এটা মানব না।’

এসময় তিনি দেশের সকল মানুষকে সমস্বরে প্রতিবাদের অনুরোধ জানিয়ে বলেন, ‘আসুন আমরা সমস্বরে প্রতিবাদ করি। নারী–শিশু হত্যার প্রতিবাদ করি।’

রাজনের হত্যার মূল আসামী কামরুল সৌদি আরব থাকায় তার বিচার হবে কিনা আশংকা প্রকাশ করে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘রাজন হত্যার মূল আসামী কামরুল আজ সৌদি আরবে। তাকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেই। তাকে ফিরিয়ে আনা হবে কিনা, তার বিচার হবে কিনা জানি না।’

এসময় উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাইফউদ্দিন আহমেদ মিলন, ঢাকা মহানগর উত্তর এর সভাপতি এস এম ফয়সাল চিশতী, জাপার যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ।