Tue. Oct 14th, 2025
Advertisements

kamrulসাভার: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, “সেদিন যারা বঙ্গবন্ধুর খুনিদের এদেশে ফিরিয়ে এনেছিল, যারা বঙ্গবন্ধুর খুনি কর্নেল ফারুক, মুশতাকদের সামনে সামনে থাকতো তাদেরও বিচারের আওতায় আনতে হবে।”

বুধবার দুপুরে সাভারের আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকীর দোয়া ও গণভোজে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

কামরুল বলেন, “বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারীদের বিচার আমরা এখনো করতে পারিনি, তাদের বিচার করতে হবে।”

খাদ্যমন্ত্রী বলেন, “সেদিন যারা বঙ্গবন্ধুর খুনিদের এদেশে ফিরিয়ে এনেছিল, যারা বঙ্গবন্ধুর খুনি কর্নেল ফারুক, মুশতাকদের সামনে সামনে থাকতো তাদেরও বিচারের আওতায় আনতে হবে।”

এ সময় মন্ত্রী যুব সমাজ রক্ষায় মাদককের বিরুদ্ধের অভিভাবকদের সজাগ থাকার আহ্বান জানান।

আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকিল খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উল্লাহ্, আমিনবাজার ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন।

এ ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।