রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বানেশ্বর রুটের বাসে হামলার ঘটনা ঘটেছে।বুধবার পৌনে ১টার দিকে বানেশ্বর থেকে ক্যাম্পাসগামী বাসে এ হামলার ঘটনা ঘটে। এতে বাসটির কাচ ভেঙ্গে যায়।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. সাইয়েদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের বানেশ্বর রুটর একটি বাস ক্যাম্পাসের দিকে আসছিল।বাসটি বানেশ্বর রেল ক্রসিং অতিক্রম করার সময় ৪-৫ জন লোক দৌড়ে এসে বাস থামিয়ে বাসে উছে।
বহিরাগত হয়ে ক্যাম্পাসের গাড়িতে উঠার কারন জানতে চাইলে তারা প্রতিপক্ষের ধাওয়া খেয়ে বাসে ওঠে বলে জানান। এ সময় ধাওয়াকারীরা ওই বাসকে লক্ষ্য করে ইট, পাটকেল, হাতুড়ি নিক্ষেপ করে।এতে বাসের কাচ ভেঙ্গে যায়। পরে বিশ্ববিদ্যালয় থেকে বানেশ্বর রুটের ৩ টি বাসেরই চলাচল বন্ধ রাখা হয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের বানেশ্বর রুটের বাসে হামলার ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে অতি দ্রুত বাস চলাচল করবে বলে জানান তিনি।