Wed. Sep 17th, 2025
Advertisements

8খোলা বাজার২৪ : শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫

কুমিল্লার নাঙ্গলকোটে মসজিদের দান বাক্স থেকে টাকা চুরির অভিযোগে অজ্ঞাতপরিচয় (২৭) যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।

উপজেলার জোড্ডা ইউনিয়নের মানিকমুড়া বাজারে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই-তদন্ত) মো. সালাউদ্দিন জানান, মানিকমুড়া বাজার জামে মসজিদের দান বাক্স থেকে ভোর ৪টার দিকে অজ্ঞাতপরিচয় ওই যুবক টাকা চুরি করার সময় স্থানীয়রা তাকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।