Sat. Apr 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19খোলা বাজার২৪ : শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫

আইএমএফ- বিশ্ব ব্যাংক এবং দেশি-বিদেশি এজেন্টদের খুশি করার জন্যই সরকার গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সমাবেশে সিপিবি ও বাসদ নেতারা এমন্তব্য করেন।

নেতৃবৃন্দ বলেন, দাম বাড়ানোর সময় কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। এরা মোট জনসংখ্যার মাত্র ৪ শতাংশ বাকি ৯৬ শতাংশের আয়তো বাড়ছে না। তাই এই যুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যাংক ও শেয়ারবাজার কেলেঙ্কারি আর প্রকল্পের লুটপাটের বোঝা সাধারণ মানুষের কাধে চাপাতে এই মূল্যবৃদ্ধি। এটা জনগণ মেনে নেবে না। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম কমাতে হবে।

তারা বলেন, বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধি গণবিরোধী। জনগণের দুর্ভোগ বাড়িয়ে আইএমএফ- বিশ্ব ব্যাংক এবং দেশি-বিদেশি এজেন্টদের খুশি করার জন্যই গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা হয়েছে। গত ৮ জানুয়ারি সিপিবি-বাসদ’র পক্ষ থেকে বিইআরসিকে চিঠি দিয়ে দাম কমানোর লক্ষ্যে গণশুনানির আয়োজনের অনুরোধ করা হয়েছিল। তারা তা না করে দাম বৃদ্ধির জন্য গণশুনানি করলেন। কিন্তু তারা ওই গণশুনানিতে দাম বাড়ানোর কোনো যুক্তি হাজির করতে পারলেন না।

বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শামছুজ্জামান সেলিম, আহসান হাবিব লাবলু, সাজ্জাদ জহির চন্দন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, জাহিদুল হক মিলু প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল।