Sun. Sep 14th, 2025
Advertisements

24খোলা বাজার২৪ : শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫

নড়াইল জেলার সদর উপজেলার ভুমুরদিয়া গ্রামে গাছে ওড়না পেঁচিয়ে একইসঙ্গে প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুরে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

আত্মহুতি প্রেমিকের নাম ইমরান শেখ (২৫)। তিনি ভুমুরদিয়া গ্রামের হারুন শেখের ছেলে। গোলাপী সালোয়ার কমিজ পরা প্রেমিকার (১৭) নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান জানান, লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইমরান শেখের স্ত্রী রেশমা খানম (১৮) জানান, বৃহস্পতিবার দুপুরে তার স্বামী বাড়ি থেকে বের হয়ে যান। আর ফিরে আসেননি। তাদের দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী ধারণা করছে, ইমরান ও ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।

প্রত্যক্ষদর্শী কৃষকরা জানান, বিলে কাজ করার সময় দুপুরে বিলের ভেতর নবীর কাজীর ঘেরের পাশের গামারি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ওই প্রেমিক-প্রেমিকা দেখতে পান তাকে। এর পর তারা পুলিশকে খবর দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ওড়না দু’ভাগ করে ছিঁড়ে দু’জনে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।