খোলা বাজার২৪ : শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫
পিরোজপুরের দূর্গাপুর ইউনিয়নে ঘরে ঢুকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে শ্বশুর ও পুত্রবধূকে । ইউনিয়নের কচুবুনিয়া গ্রামে বৃহস্পতিবার রাত সারে ৮টার দিকে এ হত্যকান্ডের ঘটনা ঘটে। নিহত শ্বশুরের নাম রাজন পাইক এবং পুত্র বধুর নাম মেরি পাইক। হামলাকারীরা ডাকাতবেশে এ হত্যাকান্ড ঘটলেও এটি পরিকল্পিত বলে ধারনা করা হচ্ছে।
জানা যায়, রাতে মুখোশ পড়া কয়েকজন ঘরে ঢুকে ধারালো অস্ত্রের দিকে কুপিয়ে শ্বশুরের রাজন পাইক এবং পুত্র বধুর মেরি পাইককে হত্যা করে পালিয়ে যায়। এসময় ঘরে অন্য কেউ ছিলোনা। নিহত মেরির স্বামী সুশিল পাইক ঢাকায় একটি বেসরকারি কম্পানিতে চাকুরি করায় তিনি বাড়িতে ছিলেন না। তার দুই মেয়ে একজন বরিশালে নার্সিং ইনিষ্টিউটএ পড়াশুনা করে এবং অন্য মেয়ে সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী।
দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান চান মাঝি জানান, ঘটনাটি আকষ্মিক ঘটেছে। আমরা কিছ্ইু বুঝতে পারছি না। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, খুন ছাড়া খুনিরা কোন সম্পদ লুণ্ঠন করে নাই। তাই তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।