Fri. Sep 12th, 2025
Advertisements

33খোলা বাজার২৪ : শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫

দেশে শিশু নির্যাতনের কয়েকটি ঘটনায় আলোড়নের মধ্যে পটুয়াখালীতে বাবার টাকা চুরির অভিযোগে চতুর্থ শ্রেণির এক ছাত্রকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

শুক্রবার বাউফল উপজেলা শহরের একটি বিপণিবিতানে শিকলবন্দি রাকিবুল হাসানকে (৯) উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ওই ভবনের প্রহরী ইসমাইল গাজী ওরফে খোকা মিয়া (৫৫) ও রাকিবের খালাত ভাই মো. জুয়েলকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।

বাউফল থানার ওসি আজাম মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

“পরে তাকে শিকলমুক্ত করে চিকৎসা দেওয়া হয়।”

এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

বাউফল থানার এসআই মো. নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় ওই শিশুর বাবা আবদুল খালেক রাঢ়ী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

তিনি মামলাটি তদন্ত করছেন বলে জানান এসআই নাসির উদ্দিন।