Fri. Sep 19th, 2025
Advertisements

45খোলা বাজার২৪ : শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫

গত সপ্তাহে প্রকাশ করা হয়েছিলো ফারিয়া ও অঙ্কুশ অভিনীত প্রথম ছবি ‘আশিকি’র প্রথম গান ‘তোর আশিকি’। কিন্তু সপ্তাহখানেক যেতে না যেতেই এ ছবির আরেকটি গান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

গানটির শিরোনাম ‘বৃষ্টি ভেজা’। প্রথমে ছবিটির নাম ‘প্রেমী ও প্রেমী’ থাকলেও পরে বদলে ‘আশিকি’ করা হয়।

ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের আবদুল আজিজ ও কলকাতার অশোক পতি। সংগীত পরিচালনায় শওকত আলী ইমন, ইমন সাহা, আকাশ, স্যাভি।

এ ছবির বেশিরভাগ দৃশ্যধারণ করা হয়েছে স্কটল্যান্ডে। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ছবিটি প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। নুসরাত ফারিয়া ও অঙ্কুশ ছাড়াও বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী।

সবকিছু ঠিক থাকলে আসছে কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। এরমধ্য দিয়েই প্রথম বারেরমত বড় পর্দায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে জনপ্রিয় মডেল ও উপস্থাপক নুসরাত ফারিয়ার।