Wed. Sep 17th, 2025
Advertisements

47খোলা বাজার২৪ : শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫

বিচ্ছেদে যাচ্ছেন বলিউড তারকা জন আব্রাহাম ও তার স্ত্রী প্রিয়া রাঞ্চাল। বলি দুনিয়ায় এমন খবর শোনা যাচ্ছিল কয়েক দিন ধরেই। শুধু তাই নয়, তাদের বিচ্ছেদের খবরে বলিউড পাড়ায় চলছে জোর সমালোচনাও। এইতো গেল বছর ঘর বাঁধলেন তারা। বছর না যেতেই বিচ্ছেদে যাচ্ছেন কেন? প্রশ্নটি সবার মুখে মুখে।

অনেক দিন ধরেই মান-অভিমান চলছিল জন-প্রিয়ার। এটা ওটা নিয়ে সংসারের সুখ কোথায় যেন হারিয়ে গেছে। বিষয়টি ঘর থেকে বেরিয়ে মুম্বইয়ের পথে পথে ছড়িয়ে গেছে। আর সেটা নিয়ে চলেছে নানান কানাকানি। কৌতূহলীদের প্রশ্নে মুখে কুলুপ এঁটেছেন জন-প্রিয়া। মিডিয়ায় বিচ্ছেদ প্রসঙ্গে কোন কথাই বলেননি। তবে একপর্যায়ে অসহ্য হয়ে মুখ খুললেন তারা। নিজেদের সাংসারিক ঝামেলার কথা স্বীকার করেছেন। তবে বিচ্ছেদ হচ্ছে না তাদের। এটি সম্পূর্ণ গুজব বলেই আখ্যা দিলেন জন আব্রাহাম।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এমন তথ্যই বেরিয়ে আসে। সাক্ষাৎকারে জন বলেন, সংসার জীবনে স্বামী-স্ত্রীর মাঝে টুকটাক ভুল বোঝাবুঝি হয়। তাই বলে বিচ্ছেদে যেতে হবে এমন তো না। আমরা খুবই ভাল আছি। বেশ সুখে আছি। এভাবে গুজব ছড়ানোর কোন মানে হয় না।