শনিবার, ২৯ আগস্ট ২০১৫
পাকিস্তান ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ জাগিয়ে রাখতে নানান চেষ্টা চালিয়ে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)।এই ক্রিকেট সিরিজের মধ্যে রাজনৈতিক বিষয়টি পিসিবি না আনতে চাইলেও বারবারই চলে আসছে সেই জটিলতা। যে কারণে প্রায়ই অসম্ভব হয়ে পড়েছে পাকিস্তান-ভারত সিরিজ। এই সিরিজ না হওয়ার সম্ভাবনাটাই বেশি। এজন্য পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান বলেই ফেললেন ‘ভারতের সঙ্গে না খেললেও পাকিস্তান ক্রিকেট টিকে থাকবে।’
একটি জনপ্রিয় ক্রিকেট ওয়েবাসাইটে সাহরিয়ার খান এক বিবৃতিতে বলেন, ‘আমরা জানি, আর্থিক দিক দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড স্বয়ংসম্পূর্ণ। আর আমাদের অবস্থা তার বিপরীত। তবে তার মানে এই নয় যে, তাদের সঙ্গে না খেললে আমরা টিকে থাকতে পারব না। আমরা টিকে রয়েছি। তবে দুদেশের সিরিজের মধ্যে রাজনৈতিক বিষয়টি আনা ঠিক নয়।’
রাজনৈতিক কারণে এখন দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা খুব কম বলেই বিশ্বাস করছেন শাহরিয়ার। তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দুদেশের মধ্যকার ক্রিকেট সিরিজ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তাই আমরা ধরেই নিচ্ছি আমাদের সঙ্গে সিরিজ খেলছে না ভারত। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড আমাদের আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেনি। তাই আমাদের আরও দুই মাসের মতো অপেক্ষা করতে হবে।’
সম্প্রতি বিসিসিআইয়ের সেক্রেটারি অনুরাগ ঠাকুর এক বিবৃতিতে পাকিস্তান-ভারতের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে বলেছিলেন, দুদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের উন্নয়ন না ঘটা পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজ হওয়া অসম্ভব।
উল্লেখ্য, ২০০৭-০৮ সালে পাকিস্তান ও ভারতের মধ্যকার শেষ পূর্ণাঙ্গ সিরিজটি অনুষ্ঠিত হয়েছিল ভারতে।