সোমবার, ৩১ আগস্ট ২০১৫
পরিধান যোগ্য প্রযুক্তিতে এবার যোগ হলো ফিটনেস ট্রেকিং টি-শার্ট। র্যালপ লরেন নামের একটি কোম্পানি এই ফিটনেস টি-শার্টটি তৈরি করেছে। এই টি-শার্টটি গায়ে পড়া থাকলে সেটি আপনার শরীর নিরীক্ষণ করতে শুরু করবে।
টি-শার্টটির উৎপাদনকারী প্রতিষ্ঠান জানিয়েছে, এই টি-শার্টটির সঙ্গে বক্স আকারের একটি সেন্সর আছে। এটি পরিধান করা অবস্থায় শরীরের হার্ট রেট, শ্বাস-প্রশ্বাস, নড়াচড়া পরিমাপ করবে । একই সঙ্গে টি-শার্টটি শরীরে ক্যালোরির পরিমান এবং মানসিক চাপও পরিমাপ করবে।
টি-শার্টটি দেখতে আকর্ষণীয়। পড়তেও বেশ আরাম। সেন্সর বক্সটি খুলে খেললে অন্যান্য কাপড়ের সঙ্গে এটি পরিস্কারও করা যাবে।
প্রযুক্তি সম্বলিত এই টি-শার্টটির মূল্য ৩০০ ডলার। ভ্যাট এবং ট্যাক্স বাদে এটির মূল্য দাঁড়ায় ২৩ হাজার ৩৫৫ টাকা।