Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34সোমবার, ৩১ আগস্ট ২০১৫
আমরা বিভিন্ন সময় ইন্টারনেটে বিভিন্ন ধরণের ছবি দেখে থাকি। এমন কিছু আশ্চর্যজনক ছবি রয়েছে যা দেখে তা বাস্তব ছবি বলে মনে হয় না। তবে কচ্ছপ ও প্রজাপতির এই ছবিটি খুবই অসাধারণ ও বাস্তব। এই ছবিতির পেছনে যে রহস্য রয়েছে তা আরও বেশী অবিশ্বাস্য।

জুলিয়া প্রজাপতিরা কচ্ছপকে উৎসাহিত করার জন্য কিছু করছেন না। কচ্ছপ ও প্রজাপতির মাঝে একটি মিথোজীবী সম্পর্ক রয়েছে। কচ্ছপেরা প্রজাপতির কোন ক্ষতি করে না। প্রজাপতিরা ‘লাস্রিফাগি’ নামক এক প্রকার উপায়ে কচ্ছপের কাছ থেকে অনেক প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে। এই উপায়ে উভয় প্রজাতির কোন ক্ষতিসাধন হয় না। এরা দুই প্রজাতি অনেক ধীর প্রকৃতির।

প্রজাপতিরা কচ্ছপের চোখের পানি পান করে তাদের প্রয়োজনীয় পুষ্টি পূরণ করে। এই দুই প্রাণীর মধ্যে আসল মিথোজীবী সম্পর্ক এটাই। তবে কখনও যদি কচ্ছপ না পাওয়া যায় সেক্ষেত্রে অন্য প্রাণী থেকে এই প্রয়োজনীয় পুষ্টি প্রজাপতি নিতে পারবে কিনা তা এখন চিন্তার বিষয়। তবে জানা যায়, প্রজাপতিরা মাঝে মাঝে কুমিরের চোখের পানিও পান করে।–সূত্র: মেট্রো।