সোমবার, ৩১ আগস্ট ২০১৫
দেশে ইন্টারনেটের প্রসার এবং ইন্টারনেটভিত্তিক পণ্য ও সেবা সম্প্রসারণে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ।
সফটওয়্যার রপ্তানিকারকদের সংগঠন বেসিস এর আয়োজনে এই ইন্টারনেট সপ্তাহ চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত, যাতে সহযোগিতা করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং গ্রামীণফোন।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসিস এ তথ্য জানিয়েছে।
এতে জানানো হয়, ৫ থেকে ৭ সেপ্টেম্বর রাজধানীর বনানী মাঠে, ৯ সেপ্টেম্বর রাজশাহীর নানকিন বাজার ও ১১ সেপ্টেম্বর সিলেটের সিটি ইনডোর স্টেডিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হবে।
এছাড়া ৪৮৭টি উপজেলায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের অংশগ্রহণে একযোগে এই উৎসব পালন করা হবে।
শীর্ষস্থানীয় ই-কমার্স কোম্পানি, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান, ওয়েব পোর্টাল, ডিভাইস কোম্পানিসহ ইন্টারনেটভিত্তিক পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান ইন্টারনেট সপ্তাহের আয়োজনে অংশ নেবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি এবং বাংলাদেশ ইন্টারনেট ইউকের আহ্বায়ক রাসেল টি আহমেদ বলেন, “ইন্টারনেটের প্রচার, প্রসার ও এর সুফলগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরতে এই উৎসবের আয়োজন করা হয়েছে।”
এর মধ্যেই রোববার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘ইন্টারনেট লিডারশিপ ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
রাসেল টি আহমেদ জানান, ইন্টারনেট সপ্তাহে ১০ লাখ নতুন ইন্টারনেট গ্রাহক তৈরির লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।