সোমবার, ৩১ আগস্ট ২০১৫
টুইটারের বিভিন্ন পদে নারী-পুরুষের সংখ্যার বৈষম্য দূর করার উদ্যোগ নিচ্ছে মাইক্রোব্লগিং টুইটার কর্তৃপক্ষ। আগামী বছর বিভিন্ন স্তরে নারী কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। শুক্রবার এক ব্লগ পোস্টে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, টুইটারে ৩৫ শতাংশ নারী প্রতিনিধিত্ব রাখবে তারা।
বর্তমানে বিশ্বজুড়ে টুইটারে চার হাজার ১০০ জন কর্মী রয়েছে। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, নারীদের জন্য কারিগরি পদে বেশি নিয়োগ দেওয়া হবে। এ ছাড়াও নেতৃস্থানীয় পদের জন্য ২৫ শতাংশ নারী কর্মী নেওয়া হবে। বর্তমানে টুইটারে ১১ শতাংশ নারী কর্মী রয়েছে।
টুইটারের ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট জ্যানেট ভ্যান হুইসি ব্লগ পোস্টে বলেন, টুইটার ব্যবহারকারীদের মতোই বিভিন্ন ধরনের কর্মী আমরা যোগ করতে চাই। এর ফলে আমরা সারা বিশ্বের মানুষের জন্য আরও উন্নত টুইটার দিতে পারব।
প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরে লিঙ্গবৈষম্য দূর করার জন্য অভ্যন্তরীণভাবে কাজ চলছে। এর পাশাপাশি পুরো কোম্পানিতে আরও নারী কর্মী বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।