সোমবার, ৩১ আগস্ট ২০১৫
আগামীকাল থেকে ফ্ল্যাশে তৈরি বিজ্ঞাপন ও ভিডিও গুগল ক্রোমে আর চলবে না। সফটওয়্যার নির্মাতা অ্যাডোবির তৈরি জনপ্রিয় ফ্ল্যাশ সফটওয়্যারটি ইন্টারনেট ব্রাউজারে কনটেন্ট প্রদর্শনে ব্যবহৃত হয়।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে ক্রোম ব্রাউজারে অ্যাডোবির ফ্ল্যাশ সফটওয়্যার দিয়ে তৈরি বিজ্ঞাপন ও ভিডিও সমর্থন করবে না। ক্রোম ব্রাউজারের একটি নতুন সংস্করণ উন্মুক্ত করবে গুগল; যা স্বয়ংক্রিয়ভাবে ফ্ল্যাশ সফটওয়্যারে তৈরি কনটেন্ট বন্ধ করে রাখবে।
ফ্ল্যাশ সফটওয়্যার নিয়ে কম্পিউটার বিশেষজ্ঞদের অভিযোগের অন্ত নেই। ব্যাটারি আয়ু কমিয়ে দেওয়া, কম্পিউটিং পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি এই সফটওয়্যারটি দুর্বৃত্তদের কম্পিউটারে ঢোকার সুযোগ করে দেয়— ক্রোমের বিরুদ্ধে এমন নানা অভিযোগ তাঁদের।
এদিকে, গুগল কর্তৃপক্ষ বিজ্ঞাপনদাতাদের সতর্ক করে জানিয়েছে, ফ্ল্যাশ বাদ দিয়ে তাঁরা যদি অধিক নিরাপদ ও ফ্ল্যাশের বিকল্প হিসেবে এইচটিএমএল ৫ ব্যবহার না করে তবে ক্রোম থেকে তাদের কনটেন্ট আর দেখা যাবে না।
বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ক্রোম ব্রাউজারটি। বাজারের ৪০ শতাংশ গুগলের এই ব্রাউজারের দখলে।