Fri. Sep 19th, 2025
Advertisements

8মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫
শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন ছবিতে বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া নিজের অভিনয়ের কারিশমা দেখিয়েছেন। গত কয়েক বছর অবশ্য খুব বেছে বেছে কাজ করছেন তিনি। আর এসব কাজের মাধ্যমে নিজেকে অন্যরকম এক উচ্চতায় নিয়ে গেছেন। তবে অভিনয় করতে গিয়ে চরিত্রের প্রয়োজনে পোশাক খুলতেও কখনো দ্বিধাবোধ করেননি তিনি।

এমনকি নিজের গাওয়া গানের মিউজিক ভিডিওতেও প্রিয়াংকাকে ব্যাপক খোলামেলা রূপেই আবিষ্কার করা গেছে। নিজের সেক্সসিম্বল ইমেজ প্রতিটি কাজেই ধরে রাখতে চান এ অভিনেত্রী। এদিকে মাস খানেক আগে আমেরিকার এবিসি চ্যানেলের নতুন সিরিয়াল ‘কোয়ান্টিকো’তে কাজ শুরু করেন প্রিয়াংকা। এ সিরিয়ালের মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হন তিনি। তবে এ সিরিয়ালের একটি দৃশ্যে গাড়ির ভেতর সেক্সের দৃশ্য করে বেশ আলোচনা-সমালোচনার মুখেও পড়েন প্রিয়াংকা। এ দৃশ্যটিকে ঘিরে বিতর্ক শুরু হয় বলিউডেও। এরই মধ্যে ইউটিউবেও দৃশ্যটি লাখ লাখ দর্শক উপভোগ করেছেন। তবে বিষয়টি নিয়ে এতদিন মুখ খুলেননি প্রিয়াংকা।

সম্প্রতি এ নিয়ে বলিউডেও চলছে কানাঘুষা। আর এ পর্যায়ে এসে বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রিয়াংকা চোপড়া। এ বিষয়ে তিনি বলেন, সমালোচনা এখন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। এটা থেকে বের হয়ে আসা উচিত। একটি কাজ করতে গিয়ে চরিত্রের প্রয়োজনে আমি সেক্সের দৃশ্য করতেই পারি। বলিউডেও এ ধরনের দৃশ্য আমি অনেক করেছি। সেগুলো নিয়ে কথা হয়নি। কিন্তু যখনই আন্তর্জাতিক একটি সিরিয়ালে এরকম দৃশ্য করলাম, সবাই যেন উঠেপড়ে লাগলো। তবে আমি কিন্তু কখনোই সমালোচনায় পাত্তা দিইনি। পাত্তা দিলে এ পর্যায়ে আসতে পারতাম না। এবারও পাত্তা দিচ্ছি না। যে যা খুশি বলতে থাকুক।