Sat. Sep 20th, 2025
Advertisements

25 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১
বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের তৃতীয় আসরের তোড়জোড় শুরু করেছে বিসিবি। প্রায় শেষের দিকে বিপিএলের ফ্রাঞ্চাইজি বিক্রয়ের কার্যক্রম। এরই মাঝে ফ্রাঞ্চাইজি পাওয়ার জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছে এর আগে সিলেট রয়্যালস নামে দল পরিচালনা করা লোটাস কামাল গ্রুপ।

তবে এবারের আসলে বদলে যেতে পারে তাদের ফ্রাঞ্চাইজির নাম। সিলেটের পরিবর্তে কুমিল্লা লিজেন্ডস নামে দল পরিচালনা করতে আগ্রহী তারা। আর এ ব্যাপারে বিসিবির সবুজ সংকেতও পেয়েছে বলে জানিয়েছেন লোটাস কামাল প্রপার্টিজের পরিচালক নাফিসা কামাল।

আর তারকা বিদেশী ক্রিকেটার ও কোচ আনার ব্যাপারে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল টুয়েন্টি ফোর’কে তিনি জানিয়েছেন, ‘তারা যদি পেমেন্টে রাজি হয় তবে ম্যাক্সওয়েল কিংবা ওয়াটসনের মতো একটা বড় নাম আমরা আনতে যাচ্ছি। আবার কেভিন পিটারসেনও আসতে পারে, আর বিদেশী কোচ হিসেবে ওয়াসিম আকরামের প্রতি আমাদের আগ্রহ আছে।’ ঘরোয়া টি-টোয়েন্টি আসরগুলোর অন্যতম জনপ্রিয় এই মুখগুলো যদি শেষ পর্যন্ত বিপিএলে আসেন তবে তা বাংলাদেশের ক্রিকেটপ্রেমী ও ক্রিকেটারদের জন্য হবে দারূণ এক ঘটনা