Sat. Sep 20th, 2025
Advertisements

51মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫
ভারতের এবারের শ্রীলঙ্কা সফর শুরু হওয়ার আগে সবার নজর ছিল কুমার সাঙ্গাকারার দিকে। কারণ এটাই ছিল শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যানের বিদায়ী সিরিজ। প্রথম টেস্ট জিতে শুরুটাও ভালোভাবে করেছিল শ্রীলঙ্কা। কিন্তু সাঙ্গাকারার বিদায়ী টেস্টে লঙ্কানদের হতাশ করে সিরিজে সমতা ফেরায় ভারত। কলম্বোতে শেষ টেস্টেও ভারতীয়দের জয়োল্লাস। ১১৭ রানের সহজ জয়ে শুধু সিরিজ জিতে নেওয়াই নয়, দীর্ঘ দিনের অপ্রাপ্তিও ঘুচিয়েছে ‘টিম ইন্ডিয়া’। ২২ বছর পর শ্রীলঙ্কার মাটিতে এটাই ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়।

সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ৩ উইকেটে ৬৭ রান নিয়ে শেষ দিন শুরু করা শ্রীলঙ্কানদের জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন সপ্তম টেস্ট শতকের দেখা পাওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউস। অধিনায়ককে দারুণ সঙ্গ দিয়েছিলেন অভিষিক্ত কুসাল পেরেরা। ষষ্ঠ উইকেটে ১৩৫ রানের জুটি গড়েন দুজনে।

কিন্তু চা-বিরতির চার ওভার আগে ৭০ রান করা পেরেরাকে আউট করে ভারতকে খেলায় ফিরিয়ে নিয়ে আসেন রবিচন্দ্রন অশ্বিন। চা-বিরতির পর খেলা শুরু হতেই স্বাগতিকদের জন্য আরো বড় ধাক্কা, ইশান্ত শর্মার করা শেষ সেশনের প্রথম ওভারেই ম্যাথিউস এলবিডব্লিউ। ১১০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে ম্যাথিউসের বিদায়ের পর শ্রীলঙ্কানরা বেশিক্ষণ টিকতে পারেনি। ২৬ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ২৬৮ রানে থেমে গেছে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। ৩৮৬ রানের জয়ের লক্ষ্য তখন অনেক দূরে।

৬৯ রানে চার উইকেট নিয়ে ভারতের সেরা বোলার অশ্বিন। তিন ম্যাচে ২১ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড়ও এই দীর্ঘদেহী অফস্পিনার। প্রথম ইনিংসে অপরাজিত ১৪৫ রান চেতেশ্বর পুজারাকে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার এনে দিয়েছে।