Thu. Sep 18th, 2025
Advertisements
কাজী নজরুল ইসলাম স্মারক সম্মাননা পেলেন মোঃ মঞ্জুর হোসেন ঈসা esa৩১ আগস্ট বিকাল ৫টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে স্বাধীনতা সংসদ আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি সাহাবুদ্দিন সাবু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কথা সাহিত্যিক মাঈনুদ্দিন কাজল, বিশিষ্ট গীতিকার ও সুরকার প্রাকৃতজ শামীমরুমি টিটনসহ প্রমুখ। সভায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১০ জনকে কাজী নজরুল ইসলাম স্মারক সম্মাননা প্রদান করা হয়। মানবাধিকারে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট সংগঠক, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসাসহ ১০ জন পদক প্রাপ্ত হন।