Thu. Oct 23rd, 2025
Advertisements

12বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘জিয়াউর রহমানের আমলে জাসদের প্ররোচনায় সামরিক বাহিনীতে ১৯ বার অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে। এ অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া।

এ চেষ্টা তারা ব্যর্থ করে দিয়েছেন বলে তিনি দাবি করেন।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জ্যাব) ঢাকা মহানগর শাখা আয়োজিত ‘সংবাদপত্রের স্বাধীনতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি না করে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়ে অলি আহমদ বলেন, ‘সত্যকে সত্য বলুন, মিথ্যাকে পরিহার করে জনগণের পক্ষে কলম ধরুন।’

সাংবাদিক সৈয়দ মেসবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা আমানুল্লাহ কবীর, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক নেতা এলাহী নেওয়াজ খান, আমিরুল ইসলাম কাগজী, ইলিয়াস খান, গাফফার মাহমুদ প্রমুখ।