সুনান বিন মাহাবুব, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে আলোচিত শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া আক্তার ধর্ষণ মামলায় তিন কিশোরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন এ রায় ঘোষণা করেন।
মামলায় সাজাপ্রাপ্ত তিন কিশোর হলেন মো. ইমরান মুন্সী, মো. সাকিব মুন্সী ও সিফাত মুন্সী। এর মধ্যে ইমরান মুন্সীকে ১০ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং সাকিব মুন্সী ও সিফাত মুন্সীকে ১৩ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ১৮ মার্চ ২০২৫ তারিখে লামিয়া আক্তার তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে দুমকির পাংগাশিয়া ইউনিয়নের নিজ গ্রামে তিন কিশোর তাকে আটক করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে ১৯ মার্চ লামিয়া নিজে বাদী হয়ে দুমকি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তিনজন আসামিকেই গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
তবে মামলার এক মাস পরই, ঢাকার শেখেরটেক এলাকার একটি বাসায় ঝুলন্ত অবস্থায় লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি সারাদেশে তীব্র আলোড়ন সৃষ্টি করে।
উল্লেখ্য, লামিয়ার বাবা জসিম উদ্দিন ছিলেন ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের একজন। গত বছরের ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন এবং ২৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আন নোমান সাংবাদিকদের বলেন, “আদালতের এই রায় ন্যায়বিচারের একটি দৃষ্টান্ত। শহীদ জসিমের কন্যা লামিয়ার প্রতি বর্বর এই ঘটনার যথাযথ বিচার হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে এমন ঘৃণ্য ঘটনার পুনরাবৃত্তি হবে না।” রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা।